%%sitename%%

এক নজরে

Calcutta High Court: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হাইকোর্টে সশরীরে হাজিরার নির্দেশ

By admin

September 11, 2021

কলকাতা ব্যুরো: এবার আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। কেন আদালতের নির্দেশ মানা হয়নি তা জানতে চেয়ে আগামী সোমবার সকাল এগারোটায় তাঁকে কলকাতা হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ছ’টি প্রশ্ন ভুল ছিল। সেই সংক্রান্ত একটি মামলায় ২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন মামলাকারীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে যাঁরা যোগ্য বিবেচিত হবেন, তাঁদের চাকরিতে নিযুক্ত করতে হবে। উত্তরপত্রের পুনর্মূল্যায়ন করার পর যোগ্য বিবেচিত হন শতাধিক চাকরিপ্রার্থী কিন্তু কয়েক বছর হয়ে যাওয়া সত্বেও আদালতের ওই নির্দেশ এখনও কার্যকর করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কয়েকদিন আগে এ রকমই আরেকটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে তিন লক্ষ আশি হাজার টাকা ব্যক্তিগত জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছেন পর্ষদ সভাপতি। ইতিমধ্যে শুক্রবার ফের অন্য আরেকটি মামলায় আদালতে সশরীরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হাজির হওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। যার ফলে স্বভাবতই অস্বস্তিতে মানিক ভট্টাচার্য।

২০১৪ সালের প্রাথমিক টেট-এর ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগ করেছিল, তা নিয়ে গত কয়েক বছরে একাধিক মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবারই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ২০১৪ সালের পরীক্ষার ভিত্তিতে নিযুক্ত ১৫ হাজার শিক্ষকের তালিকা চেয়েছেন কারণ অভিযোগ, একাধিক প্রার্থী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন, যাঁরা টেট পরীক্ষায় পাশই করেননি। তাদের বৈধ কাগজপত্রও নেই।