কলকাতা ব্যুরো: কৃষি বিলের প্রতিবাদে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চেয়ে ছিলেন বিরোধীরা। বুধবার বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ তাদের দেখা করার সময় দিয়েছেন। কিন্তু করোনা বিধির কথা মাথায় রেখে বিরোধী দলগুলির নেতৃত্ব হিসেবে পাঁচ জন সাংসদকে বৈঠকে বসার জন্য রাষ্ট্রপতি ভবন অনুমতি দিয়েছে বলে সূত্রের খবর। এরইমধ্যে রাজ্যসভার বয়কট করা বিরোধী দলগুলি একটি বৈঠক ডেকেছে আজ গুলাম নবি আজাদের নেতৃত্বে। সংসদ ভবনে সেই বৈঠক বসার কথা।
ইতিমধ্যে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী মন্তব্য করেছেন, রাজ্যসভা ও লোকসভা জমজ ভাইয়ের মতো। এক জায়গায় কোন ঘটনা ঘটলে তার আঁচ অন্যত্র পড়তে বাধ্য। অর্থাৎ রাজ্যসভায় আট সাংসদকে সাসপেন্ডের ঘটনায় লোকসভায় যে বড় রকমের বিরোধিতা বিরোধী দলগুলি করতে পারে, তার ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস সাংসদ।