কলকাতা ব্যুরো: সোমবার রাতে কলকাতায় প্রচারে এলেন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। তিনি এদিন শিলিগুড়ি থেকে কলকাতায় আসেন। ইতিহাসে হয়তো প্রথমবার। রাষ্ট্রপতি ভোটের জন্য প্রচার করতে উত্তরবঙ্গ এলেন কোনও প্রার্থী। সোমবার তিনি ঘুরে গেলেন শিলিগুড়ি, সুকনা। তিনি শিলিগুড়িতে বৈঠক সারলেন সিকিম, অসম এবং বাংলার কিছু জনপ্রতিনিধিদের সঙ্গে।

তবে এদিন দ্রৌপদী (Draupadi Murmu) যখন শিলিগুড়িতে বৈঠক করছেন, তার কিছুক্ষন পরেই কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। চারদিনের উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার তিনি জিটিএর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দেশজুড়েই প্রচারে করছেন তিনি। যাচ্ছেন প্রতি রাজ্যেই। কথা বলছেন বিধায়ক- সাংসদদের সঙ্গে। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি পৌঁছে যান সুকনার কাছে একটি বেসরকারি হোটেলে। সেখানে সিকিমের দু’জন সাংসদ ও ৩০জন বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও। এছাড়াও ছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল। যদিও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি রাষ্ট্রপতি পদপ্রার্থী।
তবে এদিন কলকাতা বিমানবন্দরে দ্রৌপদীকে (Draupadi Murmu) স্বাগত জানান বিজেপির রাজ্য নেতৃত্ব। বাগডোগরা ও কলকাতা বিমানবন্দরেও আদিবাসী নাচগানের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান নিউটাউনের এক পাঁচতারা হোটেলে। সেখানে রাতে তিনি বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। হোটেলে কয়েকজন সাংসদ এবং বিধায়কও ছিলেন।
বিজেপি সূত্র্রের খবর, মঙ্গলবার তিনি বিধানসভা ভবনে বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। তবে তৃণমূল বিধায়ক বা সাংসদদের সঙ্গে দ্রৌপদী (Draupadi Murmu) কথা বলবেন কি না, তা পরিষ্কার নয়। এছাড়া এনডিএ প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করবেন বলে ঠিক ছিল। কিন্তু এদিনই মমতা উত্তরবঙ্গে চলে গিয়েছেন। ফলে সেই সম্ভাবনা নেই।

উল্লেখ্য, শনিবারই এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর কলকাতায় প্রচারে আসার কথা ছিল। কিন্তু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওইদিন সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেন। তাই দ্রৌপদীর সমস্ত কর্মসূচি বাতিল করা হয়।