কলকাতা ব্যুরো: কলকাতায় স্বামীজির বাড়িতে গেলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। মঙ্গলবার সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী৷ এদিন সকাল ৮.৩০ নাগাদ স্বামী বিবকানন্দের বাড়িতে যান এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী ৷ অংশ নেন ধর্মীয় আচারে ৷
এদিন স্বামীজির ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং তাঁদের পাশেই থাকা দেবী কালীর মূর্তিতেও শ্রদ্ধা জানান দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সন্ন্যাসী ও মহরাজদের সঙ্গে অংশ নেন বিশেষ প্রার্থনায়৷ রাষ্ট্রপতি পদপ্রার্থীকে একটি শাল, স্বামীজির ছবি, তাঁর বই ও একটি শাড়ি উপহার দেন সন্ন্যাসীরা। মিনিট কুড়ি সেখানে কাটান তিনি। সেখানে আবার আসবেন বলে তিনি প্রতিশ্রুতিও দেন৷
এরপরই সিমলা স্ট্রিট থেকে বাইপাসের ধারে একটি হোটেলে চলে যান দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। এ রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে সেখানে বৈঠকে অংশ নেন তিনি।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যের একাধিক আদিবাসী সংগঠনের সদস্য। তাঁরা ধামসা মাদল বাজিয়ে দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান ৷ আদিবাসী নৃত্যের পাশাপাশি ঢাক-ঢোল সহকারে প্রায় কয়েকশো আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন৷