এক নজরে

একটাকা জরিমানার সাজা প্রশান্ত ভূষণের

By admin

August 31, 2020

কলকাতা ব্যুরো: আদালত অবমাননার দায়ে এক টাকা জরিমানার সাজা ঘোষণা হল আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি অরুণ মিশ্র এর বেঞ্চ এই সাজা ঘোষণা করেন। যদি ভূষণ সেই টাকা দিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে তার তিন মাসের জেল হতে পারে। একই সঙ্গে তিন বছরের জন্য তার প্রাক্টিস বন্ধ করে দেওয়া হতে পারে বলেও জানাল আদালত।

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রশান্তকে ওই টাকা দেওয়ার জন্য সময় দিয়েছে আদালত। যদিও এর আগে একাধিকবার আদালত বর্ষীয়ান ওর আইনজীবীকে ক্ষমা চেয়ে নেওয়া সুযোগ দিয়েছিল। কিন্তু বিতর্কিত মন্তব্য করলেও তার বক্তব্য ছিল, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কেননা তিনি যা বলেছেন স্বজ্ঞানে বলেছেন। উল্টে তার টুইটকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেও তিনি পাল্টা মন্তব্য করেছিলেন।

এখন সাজার এক টাকা জরিমানা দিয়ে প্রশান্ত ভূষণ এবার নিষ্কৃতি পান কিনা তা দেখতে হবে। যদিও ওই আইনজীবী একটি রিভিউ পিটিশন দাখিল করেছিলেন। সেই শুনানি হওয়ার কথা আগামী ১০ সেপ্টেম্বর। ফলে আদালত ওই শুনানির ফলের দিকে তাকিয়েই ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়ার মেয়াদ দিয়েছে বলে মনে করছেন আইনজীবীমহল।