কলকাতা ব্যুরো: বিতর্কিত টুইট করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আগেই। আজ আদালত কি সাজা দেয় তা জানা যাবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণের হয়ে ইতিমধ্যেই বিভিন্ন আইনজীবী সংগঠন কোর্টের কাছে আবেদন করেছে। তার সাজা মকুব করার জন্য আবেদন করা হয়েছে বুদ্ধিজীবীদের তরফেও। সোশ্যাল মিডিয়াতে তার পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। এই অবস্থায় আদালতের দিকে তাকিয়ে রয়েছে সারাদেশ।
যদিও সাজা ঘোষণা যাই হোক না কেন তা এখনই কার্যকর করা যাবে না বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। কেননা এ ব্যাপারে তার একটি পুনর্বিবেচনার আবেদন রয়েছে। বিচারপতি অরুণ মিশ্র ২ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন। ওই পুনর্বিবেচনার মামলাটি ১০ সেপ্টেম্বর নির্দিষ্ট করা হয়েছে শুনানির জন্য। ফলে নতুন বেঞ্চে সেই আবেদন শুনানির পরেই হয়তো সাজা হতে পারে ভূষণের।

Share.
Leave A Reply

Exit mobile version