এক নজরে

প্রণবকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে বিশিষ্টরা

By admin

September 01, 2020

কলকাতা ব্যুরো : সোমবার বিকেলে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ সকাল থেকে তাঁর মরদেহ নযা দিল্লির রাজাজি মার্গের বাসভবনে রাখা হয়েছে। সেখানে গিয়ে সকালে তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরএসএস প্রধান মোহন ভাগবত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং আরও বিশিষ্ট ব্যাক্তিবর্গ। দুপুর ১২ পর্যন্ত তার মরদেহ বাড়িতেই রাখা থাকবে।

পরিবার সূত্রে জানা গেছে, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে লোধি এস্টেটের স্মশানে। তাঁর অস্থি বিসর্জন দেওয়া হবে হরিদ্বারের গঙ্গায় ।