কলকাতা ব্যুরো : (ছবি-সামাজিক মাধ্যম) লোধি রোড এস্টেটের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হলো দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মখোপাধ্যায়ের। অন্তিম বিদায় জানালেন পুত্র অভিজিৎ। মাস্ক পরেই অন্তেষ্টি করেন তিনি।
প্রণববাবুর সংক্রমণের রিপোর্ট কোভিড -১৯ পজিটিভ আসায় বদলানো হয় শেষকৃত্যের কিছু প্রোটোকল। কামানবাহী শকটের জায়গায় তাঁর দেহ কফিনবন্দী করে অ্যাম্বুলেন্সে আনা হয় লোধি রোডের শ্মশানে। জওযানদের গান স্যালুটের মধ্যে দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর অস্থি বিসর্জন দেওয়া হবে হরিদ্বারে।