কলকাতা ব্যুরো: হাসপাতালে ভর্তি হওয়ার ১৬ দিনের মাথায় প্রদীপ নিভে গেল প্রণব মুখোপাধ্যাযের। গত ১০ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি হতেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছিল গোটা দেশের। বিদেশ থেকেও তার শরীরের খোঁজখবর নিতে ফোন করতেন বিশিষ্টজনেরা। এদিন প্রণববাবুর মৃত্যুর খবর প্রথম দেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
এই অবস্থায় আজ বিকেল সাড়ে পাঁচটায় ৮৪ বছর বয়সে চলে গেলেন তিনি। রেখে গেলেন এক ছেলে ও এক মেয়ে কে। বীরভূমের কিন্নাহার এর পরোটা গ্রাম থেকে উঠে আসা এক তরুণের জীবন শেষ হলো দিল্লির হাসপাতালে। একেবারে স্কুলের শিক্ষকের জীবন থেকে রাষ্ট্রপতি ভবন- দীর্ঘপথ পেরিয়েছেন কিন্নাহারের আদরের ‘পল্টু’।আর বরাবর তার নামের পাশে থেকে গিয়েছে ‘ক্রাইসিস ম্যানেজার’ শব্দবন্ধটি। সরকারে কংগ্রেস থাকুক বা না থাকুক,যেকোনো প্রয়োজনে প্রণবের সঙ্গে কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে অন্যান্য যে কোন শাসকরা। আর তীক্ষ্ম বুদ্ধি, ক্ষুরধার মস্তিষ্কের জেরে বরাবরই সমস্যার সমাধান করে দিয়ে তিনি হয়ে উঠেছেন সকলের কাছে গ্রহণযোগ্য। এদিন প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর শুনে টুইটারে শোকপ্রকাশ করেছেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
বিজেপির আমলে রাষ্ট্রপতি থাকাকালীন তাকে পারতপক্ষে তেমন কোন বেগ পেতে হয়নি সকলের সঙ্গে বরাবরের সুস্থ সম্পর্কের জেরে। ভারতরত্ন প্রণবকে কলকাতা ৩৬১ এর শ্রদ্ধার্ঘ্য।