কলকাতা ব্যুরো: (ছবি- সামাজিক মাধ্যম) বেঁচে থাকতে প্রণব মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বড় বাটিতে মুড়ি খাওয়া বা রাষ্ট্রপতি হওয়ার পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে সিঙ্গারা, মুড়ি খাওয়ার গল্প শুধু নয়, ২০০৪ সালে জঙ্গিপুর প্রণববাবু নির্বাচনে দাড়ানো নিয়ে তার ঝুলিতে অনেক গল্প। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর দিল্লির কাজ সেরে বহরমপুরে ফিরলেন অধীর। টুকরো টুকরো স্মৃতি শেয়ার করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
প্রথম বার জঙ্গিপুর লোকসভা প্রণব মুখোপাধ্যায় কিভাবে দাঁড়ালেন? সোনিয়া গান্ধী তাতে রাজি হলেন কি করে তা জানালেন অধীর বাবু। আবার প্রণব বাবুর জেতার মার্জিন যা বলেছিলেন অধীর সেই হিসেবে মিলে যাওয়ায় অনেকটাই যেন এখন তৃপ্ত অধীর বাবু।
মুসলিম অধ্যুষিত জঙ্গিপুর তাকে কি জেতাবে, প্রশ্ন ছিল ব্রাহ্মণ সন্তান প্রণবের। কিন্তু মুর্শিদাবাদের মাটিতে জন্ম অধীরের। তিনি ভরসা দিয়েছিলেন, মুর্শিদাবাদের মুসলিমরা মেহেমানের মেহেমানি করতে জানে। তাই ভরসা রাখুন তাদের উপর।
ভরসা রেখেছিলেন প্রণব মুখোপাধ্যায়। আর তাই রাজ্যসভা নয়, লোকসভায় কংগ্রেসের নেতা হয়ে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। আবার প্রণবের রাষ্ট্রপতি হওয়াই আপত্তি করা নিয়ে নাম না করে অধীর বিধলেন তৃণমূল কংগ্রেসকেও।
শুনুন সেই স্মৃতি রোমন্থন তার মুখ থেকে।