এক নজরে

কৃষি বিল এর প্রতিবাদে পদ্মবিভূষণ ফেরালেন প্রকাশ সিং বাদল

By admin

December 03, 2020

কলকাতা ব্যুরো : কৃষি আইন পাস করার প্রতিবাদে শিরোমণি আকালি দল আগেই এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। এবার কৃষকদের বিশ্বাসঘাতকতার প্রতিবাদে পদ্মবিভূষণ পুরস্কার ফিরিয়ে দিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ। ২০১৫ সালে পদ্মবিভূষণ পুরস্কার পান তিনি। কিন্তু কৃষকদের সঙ্গে কেন্দ্র সরকারের আচরণের প্রতিবাদে তিনি এই সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে পাঞ্জাবের এক ঝাঁক ক্রীড়াবিদ তাকে অনুসরণ করে তাদের পুরস্কার ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৫ ডিসেম্বর আন্দোলনরত কৃষকদের সমর্থনে দিল্লি যাওয়ার ডাক দিয়েছেন ক্রীড়া ব্যক্তিত্বরা । কৃষক আন্দোলন নিয়ে প্রবল চাপে এখন কেন্দ্র। বাধ্য হয়েই এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে বসছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে।