এক নজরে

আবৃত্তির প্রদীপ – গৌরী জুটি ভাঙলো

By admin

October 16, 2020

কলকাতা ব্যুরো: আবৃত্তির জগতে বিরাট শূণ্যতা। চলে গেলেন খ্যাতনামা বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। করোনা কেড়ে নিল প্রদীপ ঘোষকে। শুক্রবার ভোর বেলা তার মৃত্যু হ য়। বাংলার কবিতার জগতে জুটি বেঁধে আবৃত্তির তারাই মনে হয় পুরোধা। গত কয়েক দশক ধরে প্রদীপ ঘোষ ও গৌরী ঘোষের আবৃত্তিতে মুগ্ধ থাকতো বাঙালি। সেই জুটি ভেঙে দিল করোনা মহামারী। চলে গেলেন প্রদীপ।গতকাল করোনা কেড়েছে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানিকে।