কলকাতা ব্যুরো: তার বাবার প্রতি শ্রদ্ধা জানাতে এখন কেউ তাদের বাড়িতে যাক, তা চাইছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলোমী বসু। ফেসবুকে পোস্ট করে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের শুভাকাঙ্খীদের আবেদন করেছেন, করোনা আবহে এখন কেউ যেন তাদের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানোর অনুরোধ না করেন। পৌলমীর বক্তব্য, বর্তমান পরিস্থিতি তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী, মানসিকভাবে অসুস্থ। একই সঙ্গে তার ছেলেও অসুস্থ বলে পৌলোমী জানিয়েছেন।
এই সময় তাদের সঙ্গে দেখা করতে হলেও আগে থেকে ফোন করে যোগাযোগ করে নেওয়া বাঞ্ছনীয় বলে জানিয়েছেন তিনি। পৌলমীর আরো আবেদন, মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি চান না এখন কেউ তাকে ফোন বা এসএমএস করে বিব্রত করুন। তিনি ফেসবুকে জানিয়েছেন, যখন তিনি কথা বলার বা এসএমএস এর জবাব দেওয়ার মতো মানসিকভাবে স্বাভাবিক হতে পারবেন, তখন তিনি যোগাযোগ করবেন।
প্রায় ৪০ দিন বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুরে মারা যান বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এই করোনা আবহের মধ্যে রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা শ্মশান পর্যন্ত তার দেহ নিয়ে শোভাযাত্রা হয়। সেই শোভাযাত্রায় হাজার হাজার মানুষ ভিড় করেন। তাদের মধ্যে যেমন প্রথিতযশা শিল্পী-সাহিত্যিকরা ছিলেন তেমনই ছিলেন একেবারেই আমজনতা। যারা দীর্ঘ ৬০ বছর ধরে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা, নাটক দেখে এতদিন অভিভূত হয়েছেন। শেষ যাত্রায় পা মেলান তারাও।
তার গুণমুগ্ধদের কথা মাথায় রেখেই করোনা আবহে এবং মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকা পৌলোমী চান না, এই সময়ে মানুষ বাড়িতে এসে তার বাবার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আরো অসুস্থ হয়ে যান তার মা।