কলকাতা ব্যুরো: অন্তত দু’মাস আগে ২৫ টাকা কেজি দরে খুচরা বাজারে আলু বিক্রি হবে বলে আশ্বাস দিয়েছিল নবান্ন। তারপরে ঘটা করে বাজারে বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা লোক দেখানো হানা দিয়ে ছিলেন। দফায় দফায় রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা বৈঠকে বসে কোনো জাদুমন্ত্রে ৩৫ টাকা কেজি আলু ২৫ টাকা দরে বিক্রি হবে, তার অংক কষে ছিলেন। কিন্তু দুমাস পরে সে সব এখন অতীত। ভোট বাজারে বিজেপি ঘাড়ে নিঃশ্বাস ফেলতেই এখন আলুর দাম কমাতে রাজ্যের নয়া মন্ত্র, ৩০ নভেম্বরের মধ্যে খালি করে ফেলতে হবে সব হিমঘর।
বর্তমানে খুচরা বাজারে আলু ৪৫ টাকা কিলো ছাড়িয়ে গিয়েছে। এখন রাজ্যের বক্তব্য, হিমঘর গুলিতে অবাঞ্ছিত হবে আলু জমিয়ে রেখে কৃত্রিম উপায়ে দাম বাড়ানো হচ্ছে। তাই 30 নভেম্বরের মধ্যে সব হিমঘর থেকে আলু বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
এ ব্যাপারে রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেছেন, বার বার অনুরোধ করার পরেও ব্যবসায়ীরা ক্রেতাদের কথা ভাবছেন না। তাই আর আলু মজুদ করে হিমঘর দখল করে রাখতে দেওয়া হবে না। ৩০ নভেম্বরের মধ্যেই হিমঘর খালি করতে হবে। দাম বেড়ে যাওয়ায় এবং রাজ্যে এতদিন কিছু করতে না পারায় প্রদীপ মজুমদার দশ দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। তার অভিযোগ, কেন্দ্রের কৃষি আইন এর ফলেই মজুদদারির সুযোগ পেয়ে গিয়েছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষের কথা এরা ভাবছে না। ৩০ নভেম্বরের মধ্যে হিমঘর গুলি খালি হয়ে গেলে সে ক্ষেত্রে বাজারে খুচরো আলুর দাম কত টাকা হতে পারে, তা নিয়ে অবশ্য কিছু বলেননি তৃণমূল সরকারের এই কৃষি উপদেষ্টা।