এক নজরে

ভুটান থেকে আলু আমদানির সিদ্ধান্ত

By admin

October 31, 2020

কলকাতা ব্যুরো: পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আলুর দাম এখনো আম জনতার নাগালের বাইরে। এবার আলুর দাম কমাতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার।

বাজারে যোগান বাড়াতে ভুটান থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এক বিবৃতিতে জানিয়েছে আগামী ৩১ জানুয়ারি ২০২০ পর্যন্ত কোন লাইসেন্স ছাড়াই ভুটান থেকে আমদানি করা যাবে আলু। আলু আমদানি করতে গেলে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের অনুমোদনের প্রয়োজন হয়। এদেশে আলুর আমদানি নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে আলু আমদানি করতে ৩১ শে জানুয়ারি পর্যন্ত সমস্ত বিধিনিষেধ তুলে নেবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন সব মিলিয়ে ১০ লক্ষ টন আলু আমদানি করবে ভারত। আলুর দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় মন্ত্রী। বলাবাহুল্য বিহারে ভোট চলছে এবং এই পরিস্থিতিতে আলু পেঁয়াজের দাম কেন্দ্রের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে পেঁয়াজের দাম ও খুচরা বাজারে কেজি প্রতি ১০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। আলুর থেকেও বেশি চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম কমাতে আফগানিস্তান থেকে ১ লক্ষ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে ৭ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে বলে কেন্দ্র সরকারের সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। দেওয়ালির আগেই আরো ২৭ হাজার টন পেঁয়াজ এই দেশে পৌঁছাবে বলে খবর।