এক নজরে

ভারত-পাক যুদ্ধের সম্ভাবনা, রিপোর্ট মার্কিন গোয়েন্দা সংস্থার

By admin

April 11, 2021

মৈনাক শর্মা

কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু ভারত পাক সম্পর্কর শুরু ভালো হলেও তার শেষ ভালো নয়, এমনই আনুমান মার্কিং গোয়েন্দা ব্যুরোর। সদ্য পেশ করা গ্লোবাল ট্রেন্ডস নামক রিপোর্টে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হতে চলেছে, এমনই পূর্বাভাস দিয়েছে আমেরিকার ইন্টেলিজেন্স কাউন্সিল।

মার্কিন গোয়েন্দা ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, বেশ কিছু কারণে ভারত -পাক সুসম্পর্কর পরিণতি ধারণ করবে যুদ্ধের আকার। সংস্থার মতে, যুদ্ধের প্রথম কারন হতে পারে ভারতে সন্ত্রাসবাদী আক্রমণ। যার ফলে বালাকোটের মতনই দিল্লির তরফে আবার সার্জিক্যাল স্ট্রাইক হলে সৃষ্টি হতে পারে যুদ্ধ পরিস্থিতির।

যুদ্ধের দ্বিতীয় কারণ নির্ভর করছে আফগানিস্তনের ভবিষ্যতের উপর, কারণ ট্রাম্প যুগ থেকেই আফগানিস্তনে দীর্ঘমেয়াদি তালিবান ও মার্কিন সৈন্যদের লড়াইয়ের সমাপ্তির লক্ষে আমেরিকা। অর্থাৎ আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রর হস্তক্ষেপ কম হলে আবারো প্রভাব বাড়বে তালিবানদের যা ইসলামাবাদে জন্য ভালো হলেও, দিল্লির পথের কাঁটা হয়ে যাবে পাক সমর্থিত তালিবান।

তৃতীয় কারণ হিসেবে থাকছে জলের সমস্যা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পরিমাণ মত ড্যাম্প না থাকা ও বিশ্বে বাড়তে থাকা উষ্ণতা ও পরিমাণ মত বৃষ্টি পাতের অভাবে র কারনে ২০২৫ সালের মধ্যে পাকিস্তানে দেখা দেবে জলের সমস্যা, এই সমস্যা থেকে নাগরিকদের লক্ষ্য বিভ্রান্তি ও নিজের অক্ষমতাকে লোকানোর জন্য ইসলামাবাদের সহজ উপায় হবে ভারতের সাথে যুদ্ধ ।

মার্কিন সংস্থার এই অনুমান সামনে আসতেই শোরগোল উঠে দুনিয়াতে। কারণ এর আগেও মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সময় ২০১৭ সালেই, করোনার মত ভয়াবহ মহামারীর অনুমান করে মার্কিন ন্যাশনাল্ ইন্টেলিজেন্স কাউন্সিল। তাছাড়া ভারতে ২৬/১১ র মুম্বাই হামলার অনুমান করে এই সংস্থা। মানে এই রিপোর্টকে পুরোপুরি ভাবে অবহেলা করা সম্ভব নয়। এই অবস্থায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে উল্লেখ যোগ্য পদক্ষেপ নিয়ে যুদ্ধ পরিণতি আটকাতে হবে দুই দেশকেই ।