কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে আবহাওয়ার খানিকটা উন্নতি হবে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শুক্র ও শনিবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। বাড়বে গরমের অনুভূতি ৷
এই মুহূর্তে নিম্নচাপ দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে। সেই সঙ্গেই মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ কেন্দ্র দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড থেকে বালেশ্বর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ শেষে। বৃহস্পতিবার মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দুই মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বিগত কয়েকদিন টানা বৃষ্টির জেরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা জলমগ্ন হয়ে পড়েছে। একদিকে জমা জলে যেমন সাধারণ মানুষের দুর্ভোগের ছবি সামনে এসেছে, ঠিক তেমনই অপরদিকে জমা জলকে ঘিরে মানুষের উৎসাহ, উদ্দীপনাও চোখে পড়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২০.৪ মিলিমিটার ৷