কলকাতা ব্যুরো: শনিবার থেকে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হওয়ায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেড়েছে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমে হাঁসফাস অবস্থা ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মেলেনি। কিন্তু শনিবার থেকেই বদলে যেতে পারে আবহাওয়া।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উত্তর ও মধ্যভাগে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে আগামী রবিবার। এর ফলে রবিবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হবে উপকূলের জেলাগুলোতে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত চলবে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আর এই নিম্নচাপের জেরে বেশকিছু সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। রবিবার, সোমবার ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে।

শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৬ মিলিমিটার।

Share.
Leave A Reply

Exit mobile version