কলকাতা ব্যুরো : অভিযোগ ভয়ঙ্কর। অভিযোগ করেছেন গোয়ার ফরওয়ার্ড পার্টি। অভিযোগটি হলো চাপলি ডামে পর্ন ভিডিও শুট করেছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। তার জেরে গোয়া পুলিশ অভিনেত্রী ও তার স্বামীকে গ্রেফতার করে। অবশেষে গোয়ার এক আদালতের নির্দেশে তারা জামিন পেলেন।
কিন্তু আপাতত অভিনেত্রী এবং তার স্বামী গোয়ার বাইরে যেতে পারবেন না। পুলিশ জানিয়েছেন যতক্ষণ না তারা মাথাপিছু কুড়ি হাজার টাকা করে দিচ্ছেন ততক্ষণ তাদের ছাড়া হবে না। আগামী দিন পুনমকে থানায় এসে হাজিরা দিতে হবে। যে জায়গায় পুনম এবং তার স্বামী ভিডিওটি করেছেন সেটি জল সম্পদ উন্নয়ন দপ্তরের নিয়ন্ত্রাধীন। এনফোর্সমেন্ট সোসাইটি অফ গোয়া মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকেন। তাই ওই জায়গায় কিভাবে অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হল সেই প্রশ্ন করে ফরওয়ার্ড পার্টি জানতে চায় দিনদিন গোয়ায় নীল ছবি তৈরি জায়গা হয়ে উঠছে কিনা ? পদত্যাগ দাবি করা হয় গোয়ার মুখ্যমন্ত্রী এবং জল সম্পদ মন্ত্রীর।