ছবি – রিকি বাল্মীকি | মনোজ শর্মার রিপোর্ট
কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার দুপুরে সালানপুরের উত্তরামপুর জিৎপুর পঞ্চায়েতের কল্যাণগ্রাম অঞ্চলে ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় পঞ্চায়েত প্রধানের বাড়িতে। পাল্টা ভাঙচুর করা হয় বিজেপি কর্মী দেবাশীষ দাসের বাড়িতে।লাঠি হাতে রাস্তায় নেমে বিজেপির কর্মীরা।
এলাকা শান্ত করতে এলাকায় প্রচুর পরিমানে পুলিশ সহ কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়।তাছাড়া কল্যানগ্রাম চত্বর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো বিভিন্ন রকমের ব্যানার খোলেন সালানপুর বিডিও অদিতি বসু।কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন।এই প্রসঙ্গে বিজেপির সভাপতি গোপাল রায় জানান দুপুর একটা নাগাদ বিজেপির কর্মীরা দলীয় ঝান্ডা লাগাছিলেন।সেই সময় তৃণমূল কংগ্রেসের কিছু লোক এসে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও পুলিশ প্রশাসনের সামনে বিজেপির কর্মীদের উপর হামলা চালায়।
অপরদিকে উত্তরামপুর জিৎপুর প্রধান তাপস চৌধুরী বলেন, প্রায় শ খানেক লোক অস্ত্র হাতে এসে জোর করে সাধারণ মানুষের বাড়ির সামনে বিজেপির ঝান্ডা লাগানোর চেষ্টা করে। মানুষ অভিযোগ করায়, আমি প্রশাসনকে ডেকে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার কথা বলায় আমার উপর হামলা হয়। আগ্নেয়াস্ত্র, লাঠি নিয়ে এসে আমার বাড়ির উপর হামলা করে। বাড়ির সিসিটিভি সহ কাঁচের জানালা,ঠাকুর ঘর ভেঙ্গে দেয়।ঘটনা প্রসঙ্গে এসিপি উমর আলী মোল্লা জানান, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে,আমরা তদন্ত শুরু করেছি।