এক নজরে

নিশ্চিত মৃত্যু থেকে যুবককে বাঁচালেন কলকাতা পুলিশকর্মীরা

By admin

September 18, 2020

কলকাতা ব্যুরো: গোলমালের খবর পেয়ে বেলেঘাটার বিশ্বাস নার্সারি লেনে পৌঁছে দরজা ভেঙ্গে এক যুবককে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন পুলিশকর্মীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। তাপস পাত্র নামে ওই যুবকের সঙ্গে প্রতিবেশী পরিবারের ঝগড়া হয়েছিল। তারপর এই রাতে ঘরে ঢুকে ছাদের বিম এর সঙ্গে একটি নাইলন দড়ি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন ওই যুবক।রাত প্রায় সাড়ে নটা নাগাদ খবর পেয়ে সাব-ইন্সপেক্টর প্রতাপ কুন্ডুর নেতৃত্ব হরনাথ মুখোপাধ্যায় শিউজি ভগৎ এবং কনস্টেবল জ্ঞাননাথ হালদার ঘটনাস্থলে পৌঁছান। তারা পৌঁছে এলাকায় লোকজনের ভিড় দেখতে পান। তাদের মাধ্যমেই পুলিশ খবর পায়, ওই যুবক ঘরের মধ্যে গলায় দড়ি দিয়েছে। দরজার ফাঁক দিয়ে গোটা ঘটনা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই পুলিশ দ্রুত দরজা ভেঙে ওই যুবককে উদ্ধার করে। তাকে তখনই পাঠানো হয় এনআরএস মেডিকেল কলেজে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে ছেড়ে দেন।স্থানীয় মানুষ এই ঘটনায় বাহবা দিচ্ছেন পুলিশকে। তাদের মতে দ্রুত খবর পেয়ে পুলিশ ওই সময়ের মধ্যে না এলে বাঁচানো যেত না ওই যুবককে।