কলকাতা ব্যুরো: করোনা আবহের মধ্যেই কিভাবে দুর্গাপুজোর আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে তা বিস্তারিত ভাবে জানতে থানা গুলিকে নির্দেশ দিল রাজ্য সরকার। প্রতিটি পুজো কমিটির সঙ্গে এ ব্যাপারে ও বিস্তারিত ও পৃথক ভাবে থানাগুলিকে কথা বলার নির্দেশ দিয়েছে রাজ্য।
ভিড় নিয়ন্ত্রণ এবং করোনা নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নিতে হবে সেগুলি রাজ্যের কমিটির কাছ থেকে বিস্তারিত ভাবে জানতে হবে বলে পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের। পুজো কমিটিগুলির সঙ্গে কথা বলে এই বিষয়ে কি পাওয়া গেল তা নিয়ে একটি রিপোর্ট তৈরী করে দ্রুত জমা দিতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ২৫ সেপ্টেম্বর পূজোর সামগ্রীক ব্যবস্থাপনা নিয়ে পুলিশ এবং পুজো কমিটির সঙ্গে বৈঠক করার আগেই যতটা সম্ভব এই কাজ সেরে ফেলতে হবে।
Previous Articleবাজার উপরের দিকে , তবুও সতর্ক থাকুন
Next Article ভোর থেকে গঙ্গার ঘাটে ভিড় সামলাতে পুলিশ
Related Posts
Add A Comment