এক নজরে

#RampurhatMassacre: কী ভাবে খুন হয়েছিলেন ভাদু শেখ? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

By admin

April 05, 2022

কলকাতা ব্যুরো: যাঁর মৃত্যু ঘিরে বগটুইয়ে নৃশংস গণহত্যা, সেই ভাদু শেখ খুনের দিন ঠিক কী হয়েছিল, তার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলো। পুলিশের তরফে সেদিনের রাতের ঘটনা প্রকাশ্যে আনা হয়েছে। রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদুকে কীভাবে খুন করা হয়েছিল, ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছিল।

২১ মার্চ রাত ৮টা থেকে সাড়়ে ৮টার মধ্যে খুন হন ভাদু। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বগটুই মোড়ে চায়ের দোকানের সামনে স্কুটিতে বসে ছিলেন ভাদু। তখন আচমকা দুটি বাইকে চেপে চার দুষ্কৃতী দোকানের সামনে হাজির হয়। বাইক থেকে নামার আগেই তারা ভাদুকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এরপর বাইকে থেকে নেমেও ফের বোমা ছোড়া হয়।শেষে এক দুষ্কৃতী বন্দুক বের করে ভাদুকে লক্ষ্য করে গুলি চালাতে যায়। কিন্তু ততক্ষণে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন ভাদু। ভাদুর বাঁচার আশা শেষ দেখে গুলি না চালিয়েই দুষ্কৃতীরা বাইকে চেপে চম্পট দেয়। সোমবার এই ভয়ঙ্কর ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চায়ের দোকানের উল্টোদিকে একটি বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল। সেই ক্যামেরাতেই ধরা পড়েছে ভয়ঙ্কর ঘটনার দৃশ্য। ৪০ সেকেন্ডের মধ্যে গোটা অপারেশন করে পালায় দুষ্কৃতীরা। ভিডিও ফুটেজে চার জনকে দেখা গেলেও, পুলিশের ধারণা বাইকে চেপে সেদিন রাতে ৬-৭ জন দুষ্কৃতী এসেছিল ভাদুকে খুন করতে।

এদিকে হঠাৎ নিখোঁজ ভাদু শেখ খুনের প্রত্যক্ষদর্শী লালন শেখ। বগটুই হত্যাকাণ্ডেরও প্রত্যক্ষদর্শী তিনি। এর আগে লালনই ঘটনার বিবরণ দিয়েছিলেন। তাঁকে এখন হন্যে হয়ে খুঁজছেন গোয়েন্দারা। কোথায় গেলেন তিনি? সূত্রের খবর, উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর প্রত্যক্ষদর্শী হিসেবে বয়ান দিয়েছিলেন এই লালন শেখ। মনে করা হচ্ছে, লালন শেখ এই মুহুর্তে অন্য রাজ্যে অর্থাৎ ঝাড়খন্ডে গিয়ে গা ঢাকা দিয়েছে। তবে অন্যান্য সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে, তিনি বর্ডার পার হয়ে বাংলাদেশেও পালিয়ে গিয়ে থাকতে পারেন।