কলকাতা ব্যুরো: পয়গম্বর বিতর্কে অশান্তির আগুন ছড়িয়েছে হাওড়ার বেশ কিছু এলাকায়। এমন পরিস্থিতিতে হাওড়া পুলিশে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। হাওড়া সিটি পুলিশ কমিশনার পদে দায়িত্ব নিচ্ছেন আইপিএস আধিকারিক প্রবীণ ত্রিপাঠী। অন্যদিকে হাওড়া গ্রামীণ পুলিশের এসপি পদ থেকে সরানো হল সৌম্য রায়কেও। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে পুলিশ প্রশাসনে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সৌম্য রায়ের পরিবর্তে হাওড়া গ্রামীণ পুলিশ সুপার পদে এলেন আইপিএস আধিকারিক স্বাতী ভাঙারিয়া। সৌম্য রায় বদলি হলেন কলকাতা পুলিশের ডিসি (সাউথ ওয়েস্ট) পদে।
অন্যদিকে হাওড়া সিটি পুলিশ কমিশনার পদে ছিলেন সি সুধাকরণ। বদলি করে তাঁকে আনা হল কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে। আর কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে দেওয়া হল হাওড়া সিটি পুলিশ কমিশনার পদের দায়িত্ব।
এদিনই তাঁদের দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে তাঁরা দুজনই হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছেন।