এক নজরে

ভোর থেকে গঙ্গার ঘাটে ভিড় সামলাতে পুলিশ

By admin

September 16, 2020

কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার ভোর থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে তর্পন শুরু হবে। কোনো মতেই যাতে সে জন্য এক জায়গাই বেশি ভিড় না হয় তা নিশ্চিত করতে বিশাল পুলিশ বাহিনী প্রত্যেকটি ঘাটে থাকবে। ভিড় নিয়েন্ত্রনে গার্ড রেলের ব্যাবস্হা করা হয়েছে। দুরত্ব বিধি মেনে মাস্ক পড়ে যাতে পুণ্যার্থীরা রাস্তায় বের হন সেদিকে কড়াভাবে নজর দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মালবাহী গাড়িকে ঘাটেরদিকে যেতে দেওয়া হবেনা।