এক নজরে

চুরির ছাগল ধরে এখন আতান্তরে পুলিশ

By admin

October 26, 2020

কলকাতা ব্যুরো: দুই চোরাই ছাগল ধরে এখন মহা ফাঁপরে পড়ে গিয়েছে গ্রেটার নয়ডা পুলিশ। মালিকের খোঁজ করেও হন্যে পুলিশ কর্মীরা। পাওয়া যায়নি তাকেও। এদিকে চুরির দুই ছাগলকে রোজ ২০০ টাকার বেশি খাবারের যোগান দিতে হয়। তাই যে পরিবারকে সেই ছাগলের আপাতত দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তাই এখন তারাও চাইছেন পুলিশকে ছাগল ফিরিয়ে দিতে।

কিন্তু এই দুই চুরির ছাগল নিয়ে কি করা যাবে তাই ভেবে কূলকিনারা পাচ্ছে না পুলিশ।দিন পাঁচেক আগে গ্রেটার নয়ডা বিলাসপুর এলাকায় দুই যুবক দুটি ছাগল এনেছিল বিক্রির জন্য। কোন কারণে পুলিশের তাদের দেখে সন্দেহ হয়। তারাও পুলিশ দেখেই ছাগল ফেলে গা ঢাকা দেয়। সেই দুই ছাগল নিয়ে আসে পুলিশ। দেওয়া হয় এক পরিবারকে দেখভালের জন্য।কিন্তু গত পাঁচ দিন ধরে সেই ছাগলদের খাওয়ার যোগান দিয়েই এখন হাড়ির হাল পরিবারের। তাদের অক্ষমতার কথা জানিয়ে, তারা পুলিশকে বলছেন, ছাগল ফেরত নিতে। আর পুলিশ পড়েছে আতান্তরে। কারণ ছাগল রাখা আর তাকে খাবার দেবার দায় কে নেবে?