এক নজরে

নাবালক মৃত্যুতে আপাতত স্বস্তি পুলিশের

By admin

November 01, 2020

কলকাতা ব্যুরো: মল্লারপুরে নাবালকের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে কিছুটা স্বস্তি পেল পুলিশ। ওই নাবালকের দেহের প্রাথমিক রিপোর্টে কোন আঘাতের চিহ্ন শরীরে নেই বলে জানানো হয়েছে। শুধুমাত্র গলায় ফাঁস এর চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। ফলে এই যাত্রায় পুলিশের পিটিয়ে খুনের অভিযোগে প্রাথমিকভাবে কিছুটা স্বস্তি পেল বীরভূম পুলিশ।

গত সপ্তাহে বীরভূমের মল্লারপুর এক নাবালককে মোবাইল চুরির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। রাতেই থানার শৌচাগারে গলায় দড়ি দিয়ে নাবালক আত্মঘাতী হয় বলে জানায় থানা। যদিও পরদিন এই ঘটনার প্রতিবাদে ব্যাপক গোলমাল হয় এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, তিনদিন আগে পুলিশ ওই নাবালককে তুলে নিয়ে গেলেও তাকে কোন হোমে রাখা হয়নি। থানাতেই আটকে রাখা হয়েছিল। সেখানেই পিটিয়ে তাকে খুন করা হয়।এই ঘটনার প্রতিবাদে গত শনিবার বনধ ডাকে বিজেপি। গোটা মল্লারপুর বনধে নেতৃত্ব দেয় বিজেপির স্থানীয় সংগঠন। কিন্তু আপাতত ময়নাতদন্তের রিপোর্টে সাময়িকভাবে কিছুটা বিজেপির আন্দোলনের অক্সিজেনের ঘাটতি হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।