কলকাতা ব্যুরো: হাইকোর্টের নির্দেশ দুর্গাপুজো, কালীপুজো থেকে ছট পর্যন্ত যা দেখতে হয়নি রাজ্যবাসীকে, শনিবার রাতে তেমন ই ঘটনার সাক্ষী হলো হুগলির শ্রীরামপুর। রীতিমতো ডিজে বাজিয়ে চললো বিয়ে বাড়ির শোভাযাত্রা। তার জন্য আগাম কোনো অনুমতি নেওয়ার চেষ্টা করেনি বিয়ে বাড়ির লোকজন। শ্রীরামপুর থানার পুলিশ আপত্তি জানিয়ে ডি জে বন্ধ করতে বলতেই, একেবারে রে রে করে তেড়ে এলো বিয়ে বাড়ির লোকজন। পুলিশের উপর হামলা হলো। পাল্টা পুলিশ লাঠি চার্জ করে। একেবারে ধুন্ধুমার। এই ঘটনায় অন্তত পাঁচজন জখম হয়েছেন। রাত পর্যন্ত অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ।
করোনা আবহে সোশ্যাল ডিসটেন্স মানার ব্যাপারে সতর্কতার ছিল আগেই। তার সঙ্গে দুর্গাপুজো থেকে যুক্ত হয়েছিল হাইকোর্টের নিষেধ। মানুষের ভিড় ঠেকাতে মন্ডপ হয়েছিল নো এন্ট্রি জোন। একই সঙ্গে বিসর্জনের শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছিল। বন্ধ বাজি ফাটানো। ডিজে বাজিয়ে নাচাগানা করতে করতে শোভাযাত্রা নিষিদ্ধ ছিল। অথচ সেসব পরোয়া না করেই এদিন সন্ধ্যায় শ্রীরামপুরে বিয়ে বাড়ির শোভাযাত্রা যাচ্ছিল একেবারে ফুল ফর্মে। নাচ গানা করে এমন শোভাযাত্রায় পুলিশ আপত্তি জানালে উল্টে বিয়ে বাড়ির লোকজন হামলা করে পুলিশের উপর।
Previous Articleমর্নিং ওয়াক, জনসংযোগ, মিডিয়া বাইট = দিলীপ ঘোষ
Next Article আজ শুভেন্দুর মহিশাদলের সভায় নজর
Related Posts
Add A Comment