কলকাতা ব্যুরো: করোনার ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত কোনো ঢিলেমি নয়। এই মর্মে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনার দৈনিক সংক্রমনে এখন শীর্ষে ভারত। মোট সংক্রামিতর সংখ্যার নিরিখে এখন আমেরিকার পরই ভারতের স্থান। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখন বিশ্বের নানা প্রান্তে মোট নয়টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। সেগুলো রয়েছে বিভিন্ন পর্যায়ে। এই অবস্থায় ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত করোনা ঠেকানোর কাজে কোনো ঢিলেমি যাতে না -হয়, তা নিশ্চিত করতে বললেন প্রধানমন্ত্রী।