এক নজরে

আফগানিস্তান নিয়ে পুতিনের সঙ্গে ৪৫ মিনিট আলোচনা মোদীর

By admin

August 24, 2021

কলকাতা ব্যুরো: সোমবার রাতেই জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে আফগানিস্তান সহ একাধিক ইস্যুতে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মঙ্গলবার আফগানিস্তান নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ৪৫ মিনিট ধরে বিশদে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

ইতিমধ্যেই তালিবানের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া নরম মনোভাব দেখিয়েছে। ভারতের পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই অবস্থায় আফগানিস্তান প্রসঙ্গে মোদী-পুতিনের কথোপথন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, আমার বন্ধু পুতিনের সঙ্গে আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিশদে মত বিনিময় করলাম। পাশাপাশি ভারত-রাশিয়ার করোনার বিরুদ্ধে লড়াই এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে। গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলাপ আলোচনা করা বিষয়ে আমরা উভয়েই সহমত পোষণ করেছি।

সূত্রের খবর, এ দিন দু’জনের মধ্যে ফোনে প্রায় ৪৫ মিনিটের আলোচনা হয়। দুই দেশই বর্তমান আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানান মোদী ও পুতিন। জানা গিয়েছে, আফগানিস্তান থেকে কী ভাবে যৌথ এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে উদ্ধারকার্য মসৃণভাবে চালানো যায়, সেই নিয়ে অন্যান্য দেখের প্রধানদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি আফগানে তালিবানি শাসনের জেরে বাণিজ্যের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে, সেই নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।