এক নজরে

Budget Session 2022: বাজেট অধিবেশন যত সফল হবে, দেশের উন্নতির পথ প্রশস্ত হবে

By admin

January 31, 2022

কলকাতা ব্যুরো: শুরু হয়েছে বাজেট অধিবেশন। সুষ্ঠভাবে এই অধিবেশন সম্পন্ন করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাজেট অধিবেশন যত সফল হবে, দেশের উন্নতির পথ প্রশস্ত হবে। বাজেট অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী সাংসদদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন থাকবে । কিন্তু বাজেটে ভোট-রাজনীতির প্রভাব যেন না পড়ে। সোমবার সংসদ শুরু আগেই সাংসদের এইরকমই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে মোদী বলেন, দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে, দেশের টিকাকরণ কর্মসূচীও দ্রুত গতিতে এগোচ্ছে। পাশাপাশি দেশেও তৈরি হচ্ছে করোনা টিকা। দেশের সার্বিকভাবে উন্নয়ন হচ্ছে। এই বাজেট অধিবেশনের আলোচনা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে আগামীদিনে।
সেইসঙ্গে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই অধিবেশন রাজনাতিক নেতা ও সাংসদরা খোলা মনে আলোচনা করবেন । দেশের উন্নতির সম্ভবনা নিয়ে আলোচনা করবেন। এদিন প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কয়েকমাসের মধ্যেই পাঁচটি রাজ্যে নির্বাচন আছে। ইতিমধ্যেই সেই সমস্ত রাজ্যের রাজনৈতিক নেতারা নির্বাচনী ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছেন । তাই রাজনৈতিক প্রভাব বাজেট অধিবেশনে যেন প্রভাব না ফেলে । দেশকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে । দেশে অর্থনীতিকে ও চাঙ্গা করবে।

এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, গত বছর শীতকালীন ও এবং বাদল অধিবেশন ভেস্তে গিয়েছিল বিরোধীদের কারণে। তাই এবার বাজেট অধিবেশনকে সফল করতে হবে।