এক নজরে

আজ হিমাচলে অটল টানেলের উদ্বোধনে মোদি

By admin

October 03, 2020

কলকাতা ব্যুরো: শনিবার মানালিতে পৃথিবীর দীর্ঘ হাইওয়ে টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মানালি থেকে লাহুল- স্পিতির মধ্যে ৯.২ কিলোমিটার দীর্ঘ এই টানেল তৈরি করতে খরচ হয়েছে ৩৩০০ কোটি টাকা।২০০০ সালে অটল বিহারী বাজপেয়ী সরকার প্রথম এই টানেল তৈরির প্রকল্প হাতে নেয়। তখন এর নাম ছিল রো টাং টানেল। পরবর্তীতে নরেন্দ্র মোদি সরকার এই টানেলের নাম দেয় অটল টানেল। এই টানেল চালু হয়ে গেলে, সারাবছর হিমাচল থেকে লাদাখের মধ্যে এই পথে যোগাযোগ রাখা সম্ভব হবে।বর্তমানে শীতের সময় এই এলাকায় বরফ পড়ে প্রায় সমাস রাস্তা বন্ধ থাকে। কিন্তু অটল টানেল চালু হয়ে গেলে, সেই সমস্যা দূর হবে। অন্যদিকে দেশের নিরাপত্তার স্বার্থে এই টানেল কার্যকর ভূমিকা নেবে বলে আশা সেনাবাহিনীর। কারণ কাশ্মীরে চীন ও পাকিস্তান সীমান্ত এখন যথেষ্ট উত্তপ্ত। এবার শীতে এই সীমান্তে নিরাপত্তা আরো বাড়াতে হবে। তাই এখন থেকেই সেখানে যাবতীয় প্রস্তুতি সেনাবাহিনীর জন্য নেওয়া শুরু হয়ে গিয়েছে। অন্যান্যবার শীতের মধ্যে পিরপাঞ্জাল এই এলাকায় বরফ পড়ে গেলে, আর এই রাস্তায় যাতায়াতের উপায় থাকে না।কিন্তু এই টানেল উদ্বোধন হয়ে গেলে শীতের মধ্যেও সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র লাদাখে পৌঁছানো সম্ভব হবে। শনিবার এই টানেলের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর লাহুল এলাকায় যাওয়ার কথা রয়েছে।