এক নজরে

পুজোর পরেই খুলতে পারে রাজ্যের স্কুল কলেজ

By admin

August 05, 2021

কলকাতা ব্যুরো: অবশেষে রাজ্যের স্কুল-কলেজ খোলা নিয়ে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে করোনা মোকাবিলায় গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। করোনার তৃতীয় ঢেউ কিভাবে মোকাবিলা করা যায় এ দিনের বৈঠকে সেই প্রসঙ্গেই আলোচনা হয়।

বৈঠকের শেষে সাংবাদিকদের মমতা জানান, পুজোর পরই রাজ্যে স্কুল খোলার পরিকল্পনা করা হচ্ছে। কোভিড পরিস্থিতি যদি ঠিক থাকে, তবে পুজোর ছুটির পরই একদিন ছাড়া একদিন স্কুলগুলি খোলা হতে পারে। তবে কলেজ খোলা নিয়ে আলাদা করে মুখ্যমন্ত্রী এদিন কিছুই জানান নি। মমতা এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “পুজোর ছুটির পর আমরা চেষ্টা করব একদিন ছাড়া একদিন স্কুলগুলো খোলার।” মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার ফলে রাজ্যের শিক্ষা এবং পড়ুয়া মহলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলা চলে।

পাশাপাশি তৃতীয় ঢেউয়ের সঙ্গে কোন পথে মোকাবিলা করা সম্ভব, তা নিয়ে পরিকল্পনা নির্ধারিত করতেই এদিন নবান্নে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা। বৈঠক শেষে অভিজিৎবাবু বলেন, এই মুহূর্তে যত বেশি পরিমাণে টিকাকরণ করা যায়, তত বেশি মানুষ সুরক্ষিত হবেন। দুর্গা পুজোর পরে যাতে পরিস্থিতির কোনওভাবে অবনতি না হয়, সেই উপলক্ষে পুজোর জন্য একটি আলাদা প্রটোকল তৈরি করা হতে পারে বলে জানিয়েছেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কোণও অবস্থাতেই এই মুহূর্তে একটুও ভুল করতে চাইছেন না মমতা। করোনাকে সামলে ধীরে ধীরে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই দিকেই তাকিয়ে অপেক্ষা করছেন তিনি। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ একাধিক পরীক্ষা বাতিলের পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠলেও করোনা নিয়ে অত্যন্ত সাবধানী পদক্ষেপ নিতে চাইছে রাজ্য।