কলকাতা ব্যুরো: আফগানিস্তানে গিয়ে উদ্ধারকাজই চালাতে পারলো না বিমান। তার আগেই বিমানটি হাইজ্যাক করে উড়িয়ে নিয়ে যাওয়া হল। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে ইউক্রেনের বিদেশ মন্ত্রকের তরফে।

ইউক্রেনের দাবি, বিমানটি ঘুরিয়ে ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই বিমানটি কাবুলে ইউক্রেনের বাসিন্দাদের এয়ারলিফট করে নিয়ে যাওয়ার জন্যই যাচ্ছিল। কিন্ত তার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা। গত রবিবারও এমন একটি ঘটনা ঘটেছিল বলে অভিযোগ জানিয়েছে ইউক্রেন। বারবার চেষ্টা করে উদ্ধারকাজে সফল হচ্ছে না ইউক্রেন।

ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন জানিয়েছেন, গত রবিবার আমাদের একটি উদ্ধারকারী বিমান হাইজ্যাক করা হয়। আর মঙ্গলবার তো কার্যত ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিমান। কিছু লোক বিমানটি উদ্ধার করার বদলে ইরানের দিকে উড়িয়ে নিয়ে গিয়েছে। আরও তিনবারের চেষ্টাতেও আমরা উদ্ধারকাজে ব্যর্থ হয়েছিল, কারণ আমাদের দেশে নাগরিকেরা বিমানবন্দরে পৌঁছতে পারেনি।

ইউক্রেনের মন্ত্রীর আরও দাবি যারা বিমানটি অন্যদিকে উড়িয়ে নিয়ে গিয়েছে তাদের হাতে ছিল অস্ত্র। তবে এই ঘটনায় ইউক্রেন কী ব্যবস্থা নিচ্ছে, কী ভাবে ইউক্রেনের বাসিন্দাদের ফিরিয়ে আনা হবে, তা জানানো হয়নি। তবে ইরান এই ঘটনার দায় অস্বীকার করেছে।

ইরানের অসমারিক বিমান পরিবহ বিভাগের মুখপাত্র মহম্মদ হাসান জীবাক্ষ বলেন, সোমবার রাত ১০ টার সময় এই ঘটনা ঘটেছে। এটি জ্বালানির ভরার জন্য মাশাদে অবতরণ করেছিল, পরে আবার উড়ে যায়। ইউক্রেনের এই দাবি আমরা অস্বীকার করছি।

Share.
Leave A Reply

Exit mobile version