কলকাতা ব্যুরো: হাইব্রিড মোডে চলুক স্কুল, এমনই আবেদন করে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামী সোমবার সকাল ১০.৩০টায় এই মামলার শুনানি। অনলাইন ও অফলাইন দুই মোডে একই সঙ্গে স্কুল খোলা হোক, এমনই আবেদন করেন অভিভাবক গৌরব পুরকায়স্থ।
আবেদনে বলা হয়েছে, অনেক স্কুল পড়ুয়াদের ১০০% উপস্থিতি বাধ্যতামূলক করেছে। কিন্তু অষ্টম, নবম শ্রেণির অনেক পড়ুয়ার বয়স ১৫ বছর সম্পূর্ণ হয়নি। কাজেই নিয়মের গেরোয় তারা টিকা পাচ্ছে না। এই অবস্থায় হাইব্রিড মোডে স্কুলে ক্লাসের আবেদন নিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। মামলা করেন আইনজীবী ঋজু ঘোষাল।
শুক্রবার, ৩ ফেব্রুয়ারি থেকেই রাজ্য জুড়ে খুলেছে স্কুল-কলেজ। এই পরিস্থিতিতে আবার ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প চালু করেছে সরকার। প্রসঙ্গত আগামী ৭ ফেব্রুয়ারি থেকেই পাড়ায় শিক্ষালয় শুরুর কথা বলা হয়েছিল শিক্ষা দপ্তরের তরফে। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল খোলার ঘোষণা করার পাশাপাশি পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প হওয়ার কথা ঘোষণা করেন।
ইতিমধ্যেই প্রতিটি জেলায় প্রধান শিক্ষকদেরও সেই মর্মে নির্দেশ পাঠানো হচ্ছে বলেও সূত্রের খবর। ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প কীভাবে পরিচালিত হবে, তা নিয়েও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু স্কুলে যেতে চায়, এমন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংখ্যাও কম নয়। এই পরিস্থিতিতে হাইব্রিড মোডে স্কুল চালানোর আবেদন জমা পড়লো কলকাতা হাইকোর্টে।