কলকাতা ব্যুরো: কল্যাণীতে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের সঙ্গে সশস্ত্র তালিবান জঙ্গিদের ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তনীর নাম সফিউল্লা মালিকজাদা বলে জানা গিয়েছে। এই ছবি ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে। এরপরই সফিউল্লা মালিকজাদা জানান যে বর্তমানে তিনি তালিবানদের হয়ে কাজ করছেন। সমালোচনার জবাবে সোশ্যাল মিডিয়াতেই মালিকজাদা বলেন, তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের কৃষি মন্ত্রকে কাজ করি।

উল্লেখ্য, সফিউল্লাহ আফগানিস্তান থেকে পড়তে এসেছিলেন কল্যাণীতে। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত এখানে পড়াশোনা করেন তিনি। ২০২০ সালে পড়াশোনা শেষ করে আফগানিস্তানে চলে গিয়েছিলেন সফিউল্লা মালিকজাদা। ভারতে পড়তে আসার আগেও তিনি আফগানিস্তানের কৃষি দফতরে কর্মরত ছিলেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে, মালিকজাদা সশস্ত্র তালিবানের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন কাঁধে হাত দিয়ে। অপর একটি ছবিতে দেখা গিয়েছে আফগানিস্তানের সরকারি দফতরে বসে আছে সফিউল্লাহ। আফগানিস্তানের কাপিসা প্রদেশের কৃষি বিভাগের নয়া প্রধান হজরত মোলাভি এবং তালিবান নেতার সঙ্গে কথা বলছেন কল্যাণীর প্রাক্তনী। এই ছবি ভাইরাল হলেই সফিউল্লা এক ফেসবুক পোস্টে লেখেন, সমস্ত দফতরের কর্মী বদলেছে। আর সেই সূত্রেই নতুন কৃষি আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেছি আমি।

Share.
Leave A Reply

Exit mobile version