এক নজরে

জন্মদিনের পার্টিতে নাবালিকাদের কুইঙ্গিত

By admin

September 07, 2020

কলকাতা ব্যুরো: স্থানীয় রেস্তোরাঁয় মেয়ের জন্মদিনের পার্টিতে গিয়ে হেনস্থা হয়ে থানায় অভিযোগ করলেন এক মহিলা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ফুলবাগানের ওই রেস্তোরাঁ থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নাবালিকাদের শ্লীলতাহানীর অভিযোগে পস্ক আইনে মামলা দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় ফুলবাগানের একটি রেস্তোরাঁয়। সেখানে নিজের মেয়ের জন্মদিনের পার্টি দিয়েছিলেন এক মহিলা। সেই উপলক্ষে আরো কয়েকজন মেয়ের বন্ধু সেখানে হাজির ছিল। নাবালিকা মেয়েদের দেখে হঠাৎ করেই সেখানে ঢুকে পরে রামকুমার পারিক নামে এক ব্যক্তি। তার সঙ্গেই জয় দাস, হৃষিকেশ সাও নামে দুই যুবক ওই নাবালিকাদের অশ্রাব্য ভাষায় কুরুচিকর মন্তব্য করতে থাকে বলে অভিযোগ।

এই ঘটনার প্রতিবাদ করলে ওই মহিলাকেও কু ইঙ্গিত করা হয়, এমনকি গায়ে হাত দেওয়া হই বলেও অভিযোগ করা হয়েছে এফআইআর-এ। কিন্তু স্থানীয়ভাবে কেউ কোনো প্রতিবাদ না করায় মহিলা ফোন করেন থানায়। পুলিশ এসে ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করে।