এক নজরে

আন্তর্জাতিক ফোন কলকে লোকালে পরিণত করে প্রতারণা

By admin

September 29, 2020

কলকাতা ব্যুরো :(প্রতীকী ছবি) সাইবার ক্রাইম কলকাতায় দিন দিন বেড়েই চলেছে। এবার সল্টলেক থেকে দু’জনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আন্তর্জাতিক কলকে লোকাল কলে পরিণত করে দীর্ঘ কয়েক বছর ধরে প্রতারণার অভিযোগ উঠেছে ওই চক্রের বিরুদ্ধে।

ভারতীয় টেলিকম সিকিউরিটি পশ্চিমবঙ্গ শাখায় গতকাল অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সেক্টর ফাইভের একটি সংস্থা বিশেষ সফটওয়ারের মাধ্যমে বিদেশের ফোন কলকে লোকালে পরিণত করে ব্যবসা চালাচ্ছিল। বিষয়টি নজরে আসে টেলিকম দপ্তরের। থানায় অভিযোগের ভিত্তিতে গতকাল দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা বেহালা থানা এলাকার বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ মোবাইল ইত্যাদি। এর পেছনে আন্তর্জাতিক প্রতারণা চক্রের থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ।