কলকাতা ব্যুরো : কর্মী প্রভিডেন্ট ফান্ডের সুদ ৮.৫০ শতাংশ থাকছে বলে অছি পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। তবে ত এখনও কার্যকর করা যায় নি অর্থমন্ত্রকের অনুমোদন না মেলায়। সূত্রের খবর সিদ্ধান্ত হয়েছে এখন ৮.১৫ শতাংশ পাবেন। ডিসেম্বর এ পাবেন ০.৩৫ শতাংশ। কর্মীদের মতে দুভাগে দেবার বিষয়টি এই আর্থিক সংকটে মেনে নেওয়া যায়। কিন্তু প্রশ্ন অন্যত্র পুরো সুদ মিলবে তো ? কারণ অছি পরিষদের চেয়ারম্যান ও বৈঠকের সভাপতি শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়া বলেছেন , ৮.১৫ শতাংশ দেওয়া হবে পি এফ তহবিলের ঋণপত্র লগ্নির আয় থেকে। কিন্তু ০.৩৫ শতাংশ সুদ শেয়ার বাজারে ই টি এফয়ের তহবিলে যে অংশ খাটে, তার রিটার্ন থেকে দেওয়া হবে বলে খবর। এদিকে ইউনিয়ন গুলি এর নিন্দায় সরব হয়েছে। এ আই উ টি ইউ সি নেতা শংকর সাহা বলেন, সংগঠিত ক্ষেত্রের কর্মীদের পি এফ একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। শেয়ারে ফাটকা খেলা ও লাভ ক্ষতির ওপর সেটা ছেড়ে দেওয়া খুবই অন্যায়। এর বিরোধিতা করছে প্রায় প্রতিটি কর্মী সংগঠনই। প্রশ্ন চূড়ান্ত অনিশ্চিত শেয়ার বাজারে যদি লোকসান হয় তবে ওই ০.৩৫ শতাংশ সুদ পাবেন কি কর্মীরা।