এক নজরে

মঙ্গলবার রাজ্যজুড়ে পেট্রল পাম্প ধর্মঘটের ডাক

By admin

August 30, 2021

কলকাতা ব্যুরো: মঙ্গলবার রাজ্যজুড়ে পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পেট্রল পাম্প বন্ধ থাকবে। এর ফলে রাজ্যে প্রায় ২,৪০০–এর বেশি পেট্রল পাম্প থেকে কোনওরকম তেল কেনাবেচা হবে না।

ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষার সময় পেট্রল পাম্পের তেলের ট্যাঙ্কে জল ঢুকে ইথাইল সঙ্গে মিশে তেলের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আবেদন তেল কোম্পানি গুলোর কাছে অন্তত বর্ষার সময় ইথাইল মেশিন বন্ধ হোক। বারবার বলা সত্ত্বেও তেল কোম্পানিগুলি কোনও ব্যবস্থা নেয়নি। তাই আগামিকাল সকাল ছ’টা থেকে রাত বারোটা পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের প্রায় ২,৫০০ পেট্রল পাম্পে তেল কেনা বেচা বন্ধ থাকবে।’‌

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশনের মাধ্যমে পেট্রলের সঙ্গে এখন ১০ শতাংশ ইথানল মেশানো হয়। সংগঠনের তরফে জানানো হয়, ‌আমরা ইথানলের কোনও বিরোধিতা করছি না। কিন্তু তেল কোম্পানিগুলি এমন একটা ব্যবস্থা নিক যাতে আমরা সুরক্ষিত থাকি ও যারা আমাদের থেকে তেল কিনবে, তাঁরাও সুরক্ষিত থাকেন।

এর আগেও সংগঠনের তরফে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা বাস্তবায়িত হয়নি। শেষপর্যন্ত নিজেদের দাবি-দাওয়া নিয়ে এবার ধর্মঘটের পথে হাঁটল ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।