এক নজরে

Diesel Price Kolkata: কলকাতায় এবার সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল

By admin

October 23, 2021

কলকাতা ব্যুরো: লিটারপ্রতি পেট্রলের দাম একশোর গণ্ডি ছাড়িয়েছে আগেই। গত জুলাই মাস থেকে এ রাজ্যে পেট্রলের দাম ১০০ পার করে গিয়েছে। এবার ডিজেলও সেই পথে এগোচ্ছে। কলকাতায় শনিবার লিটারপ্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৯.০৮ টাকা। পেট্রলের দাম ১০৭.৭৮। শনিবার ফের বেড়েছে পেট্রল-ডিজেলের দাম।

সোমবার ও মঙ্গলবার জ্বালানির দাম স্থির ছিল। তবে বুধবার থেকে ফের দাম বাড়তে শুরু করেছে। এই নিয়ে পরপর চারদিন বাড়ল পেট্রল ডিজেলের দাম। গত ২৯ দিনে এই নিয়ে ২৩ বার ডিজেলের দাম বেড়েছে।

শনিবার পেট্রল এবং ডিজ়েল উভয় জ্বালানির ৩৫ পয়সা করে দাম বেড়েছে। দিল্লির পেট্রল পাম্পগুলিতে লিটারপ্রতি ১০৭.২৪ টাকায় বিকোচ্ছে এই জ্বালানি। ডিজেলের দামও বাড়ছে পাল্লা দিয়ে। দিল্লিতে লিটারপ্রতি ডিজেলের দাম আজ ৯৫.৯৭ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১৩.৭৮ টাকা প্রতি লিটার। ডিজেলের মূল্য ১০৪ টাকা। চেন্নাইয়ে আজ লিটারপ্রতি পেট্রল বিকোচ্ছে ১০৪.২২ টাকায়।