কলকাতা ব্যুরো: ঘড়িতে সময় তখন ঠিক বিকেল পাঁচটা। রবীন্দ্রসদন থেকে শুরু হলো সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষযাত্রা। আর সেই শেষযাত্রার সামনের সারিতেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায় প্রমুখ। পা মেলান রাজনৈতিক জগতের বহু মন্ত্রী-বিধায়কের পাশাপাশি সঙ্গীতদুনিয়ার বিশিষ্ট সহ অগণিত ভক্তরাও।
রাস্তার দুধারে তখন উপচে পড়া ভীড়। তবে শুধু রাস্তাই নয় বাড়ির বারান্দায় বা কেওড়াতলা মহাশ্মশানের ধারে প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে মানুষের জমায়েত। কেউ ফুল ছুঁড়ছেন, তো কেউ আবার নীরবে প্রণাম জানাচ্ছেন গীতশ্রীকে। আবার কেউ কেউ শেষবারের মতো গীতশ্রীকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত।
এরপর ছটা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছল বাংলা সঙ্গীতজগতের ‘ধ্রুবতারা’র নিথর দেহ। আবেগঘন উপস্থিতি অনুরাগীদের। তাঁদের মনের ভিতর একটা কথাই যেন বারবার উচ্চারিত হচ্ছে, “কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে…।” গান স্যালুটে চিরবিদায় দেওয়া হল সন্ধ্যা মুখোপাধ্যায়কে।
চোখের জল, স্বজন হারানোর বেদনার আর্তি চারপাশে। সেই সঙ্গে বাজছে গীতশ্রীর একের পর এক মন ভোলানো গান। অগণিত ভক্তদের রেখে সুরলোকে পাড়ি দিলেন বাংলা সঙ্গীতদুনিয়ার সরস্বতী সন্ধ্যা মুখোপাধ্যায়। পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল কিংবদন্তী গায়িকার শেষকৃত্য। কেওড়াতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হলেন গীতশ্রী।
সঙ্গীতদুনিয়ার আকাশে যেন দুর্যোগের ঘনঘটা। মঙ্গলবার সন্ধ্যাদেবীর মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যেই বাপ্পি লাহিড়ী চিরবিদায় নিয়েছেন। পরপর এমন জোড়া ধাক্কা যেন কিছুতেই সামলাতে পারছেন না শিল্পীরা। সবার মুখে একটাই কথা, এত স্নেহ, এত আদর, এমন অভিভাবক আর পাব কোথায়?
প্রসঙ্গত, বুধবার রাত ৮টা নাগাদ সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। গীতশ্রীর মৃত্যুর খবর শুনে উত্তরবঙ্গ থেকেই মুখ্যমন্ত্রী জানান বুধবার বিকেল ৫টা নাগাদ শেষকৃত্য হবে। এরপর বুধবার দুপুরে কলকাতা ফিরেই সোজা চলে আসেন রবীন্দ্রসদনে। সেখানেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়ে সৌমীর সঙ্গে কথা বলেন। এমনকী শেষকৃত্য না হওয়া অবধি কেওড়াতলা মহাশ্মশানেই ছিলেন মমতা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছিল গীতশ্রীর দেহ। আজ, বুধবার বেলা ১২টায় শিল্পীর দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। শায়িত ছিল ৫টা পর্যন্ত। এরপরই কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় দেওয়া হয় গীতশ্রীকে।