কলকাতা ব্যুরো : উন্নয়ন করলে তবেই দেশের মানুষের সমর্থন পাওয়া যায়। বিজেপি মানুষের উন্নয়ন করছে সে জন্যই বিহারসহ অন্যান্য যে সমস্ত জায়গায় ভোট হয়েছে সেগুলিতে জিতছে। এরকম ভাবেই আজ বিহার জয়ের ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে আজ বিহার জয়ের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়ের কারণ এভাবে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, গৃহ মন্ত্রী অমিত শাহ এবং জে পি নাড্ডা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী জানান ভোটে হারা জেতা টা বড় কথা নয়। এই করোনার মধ্যে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে যে ভোট হয়েছে সেটাই সবথেকে বড় কথা। এতে দেশের মানুষের লোক তন্ত্রের প্রতি কতখানি আস্থা আছে তা বোঝা যায়। আগে বিহারে ভোট এবং বুথ লুট হত। অশান্তির বাতাবরণ ছিল। কিন্তু এনডিএ সরকারে আসার পর সে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠভাবে। করোনার সময় ভোট করানো বেশ শক্ত ছিল। কিন্তু দেশবাসী সেটা সম্ভব করেছেন।
এরপর বিজেপির গুণ গান করেন প্রধানমন্ত্রী। জানান মনিপুর থেকে গুজরাট এবং কর্ণাটক থেকে লাদাখ সব জায়গাতেই বিজেপির পদ্মফুল ফুটেছে। একটা সময় ছিল যখন ভারতীয় জনতা পার্টি দেশে মাত্র দুটো সিটে জয়লাভ করেছিল। সেই জায়গা থেকে শুধুমাত্র বিকাশের ওপর নির্ভর করে এবং ইমানদারীর সঙ্গে কাজ করে ভারতীয় জনতা পার্টি আজ এই জায়গায় পৌঁছেছে। কাজ করলে মানুষের আশীর্বাদ পাওয়া যায়। ব্যাংক, রেলওয়ে, বিমানবন্দর সবকিছুই উন্নত করার চেষ্টা চলছে এবং ভারতবর্ষের যে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত তাদের জন্য বিজেপির প্রত্যেকটি কার্যকর্তা কাজ করে চলেছে প্রতিনিয়ত। উন্নয়নই চাবিকাঠি এবং এই উন্নয়নকে হাতিয়ার করে বিজেপি আরো অনেক এগিয়ে যাবে। দেশের যুবক যারা লোকহিত কর কাজ করতে চান তাদেরকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।