কলকাতা ব্যুরো: পুরভোটে সন্ত্রাস, ভোট লুঠ নিয়ে বিরোধীদের অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন, এমনটাও জানা যায়নি। ভোট শতাংশের হার খুবই ভালো। বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে। পুরভোটে এরকমই ভোট পড়ে। কয়েকটা ছোট ঘটনা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি।
এদিন ডিজি আরও বলেন, পুলিস ও রাজ্য নির্বাচন কমিশন একসঙ্গে কাজ করেছে। কোনও অশান্তির খবর পেলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপও করা হয়েছে। ৭৯৭ জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে। ৫১ জনকে আটকও করা হয়েছে।
পাশাপাশি সোমবার বিজেপির ডাকা বনধ প্রসঙ্গে ডিজি মনোজ মালব্য বলেন, রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে। সোমবার সমস্ত স্কুল-কলেজ-অফিস খোলা থাকবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণপরিবহণও চালু থাকবে। কেউ জোরজবরদস্তি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও দাবি করেছেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। তাঁর কথায়, প্রায় ১১ হাজার বুথের মধ্যে খুব বেশি হলে ১৫টি বুথে গোলমালের ঘটনা ঘটেছে। এইসব গোলমালের দায়ও পার্থবাবু বিরোধী দল এবং মিডিয়ার একাংশের ঘাড়ে চাপিয়ে দেন। পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিরোধীরা এ রাজ্যের মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওরা জানে, মানুষ ওদের সমর্থন করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপরেই মানুষের আস্থা আছে।