কলকাতা ব্যুরো: নিম্নচাপে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাসে তার উত্তরবঙ্গ সফর স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলির প্রশাসনিক কর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল।প্রাথমিক রুটিন অনুযায়ী, শিলিগুড়ির উত্তরকন্যা থেকে তার সেখানকার জেলাগুলির উন্নয়ন নিয়ে বৈঠক করার কথা। কিন্তু রবিবার বিজ্ঞপ্তি জারি করে তা স্থগিত করে দেওয়া হয়। নবান্ন থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাসে দুর্যোগের কারণেই আপাতত তা স্থগিত করা হলো। আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর এই সফর হওয়ার কথা।