এক নজরে

ফের আগুন কলকাতায়; এবার পাটুলিতে

By admin

October 31, 2020

কলকাতা ব্যুরো :(প্রতীকী ছবি) পাটুলিতে আজ দুপুর ২.৩০ নাগাদ পাটুলি থানা এলাকার একটি মৃৎশিল্পের কারখানায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাটুলি থানার পুলিশ এসে পৌঁছায়। প্রাথমিকভাবে অনুমান দুর্ঘটনাস্থানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকলকর্মীরা।

আগুন লাগার সময় কারখানায় কোন মৃৎশিল্পী ছিলেন না। জানা গেছে কারখানায় নব্বইটি কালী প্রতিমা তৈরীর কাজ চলছিল। এছাড়া বেশ কয়েকটি জগদ্ধাত্রী প্রতিমা র কাজ চলছিল। কারখানার কর্মীরা এখানে রান্না করে খেতেন। আজ ও রান্না করা হচ্ছিল। পাশে রাখা ছিল শুকনো কাঠ। সেখান থেকে কোনভাবে আগুন ছড়িয়ে থাকতে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আগুনে কারখানার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কয়েকদিন পরেই কালীপুজো। বেশ কয়েকটি বড় কালী পুজো কমিটি প্রতিমার কাজ চলছিল। আগুনে প্রতিমার তৈরী সমস্ত সরঞ্জাম পুড়ে গেছে।