কলকাতা ব্যুরো: রোগী মৃত্যুর অভিযোগ উত্তর হলো বেসরকারি হাসপাতাল। আর এবার নার্সিং হোমের বিরুদ্ধে রোগীর পরিবারকে পেটানোর অভিযোগ। স্থানীয় লোক সামাল দিতে এলে পুলিশের লা ঠি কেরে উল্টে তাদেরই পেটানোর অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে।
বেহালা এপেক্স নার্সিংহোমে ডায়মন্ড হারবার থেকে আসা এক রুগীর পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে। শেষে স্থানীয় বাসিন্দারা রোগীর পরিবারকে বাঁচাতে এলে উল্টে তাদের মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে।
অভিযোগ, স্থানীয় লোকজন মীমাংসা করতে গেলে স্থানীয় এক যুবককে হাসপাতাল এ ঢুকিয়ে হাসপাতালের ডাক্তার মারধর করে বলে অভিযোগ। এরপরেই স্থানীয় লোকেরা হাসপাতাল ও ডাক্তারের গাড়ি ভাঙচুর করে।
ডাক্তার পুলি শের হাত থেকে লাঠি ছিনিয়ে স্থানীয় যুবককে মারে। তারপর স্থানীয় লোকেরা হাসপাতাল ও গাড়ি ভাঙচুর করে। ওই অভিযুক্ত ডাক্তারকে মারধর করা হয় বলে অভিযোগ। একসময় উত্তেজনা সামাল দিতে লাঠি চার্জ করতে হয়। স্থানীয় লোকেরা শেষে বেহালা থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এলাকার লোকের অভিযোগ, বেহালা থানাকে বলা সত্বেও বারবার পুলিশ নার্সিংহোমকে বাঁচাবার চেষ্টা করছে।
Previous Articleএখনই দিনে ছত্রিশ শ’ আক্রান্ত, পুজোর পর কি হবে ভেবেই কম্প
Next Article সংকটে সৌমিত্র
Related Posts
Add A Comment