এক নজরে

বাইকে ধাক্কা মেরে আগুনে ভস্মীভূত যাত্রীবোঝাই বাস

By admin

November 27, 2020

কলকাতা ব্যুরো: একটি বাইকে ধাক্কা মেরে মাঝ রাস্তায় আগুন লেগে গেল যাত্রীবোঝাই বাসে। ঘটনাটি ঘটেছে লেকটাউন কেষ্টপুরের কাছে। শুক্রবার সকালে দমদম এয়ারপোর্ট থেকে যাত্রী বোঝাই একটি বাস আসছিল উল্টোডাঙার দিকে। দ্রুতগতিতে আসা বাসটি কেষ্টপুর এর কাছে নিয়ন্ত্রন হারিয়ে একটি বাইকে পিছন থেকে ধাক্কা মারে। বাইকটি ছিটকে যায় দূরে। এরই মধ্যে কোন ভাবে যান্ত্রিক ত্রুটিতে দাউদাউ করে আগুন লেগে যায় বাসটিতে।সকালে তখন অফিস যাওয়ার তাড়ায় বাসটিতে বেশ ভিড় ছিল। এমনভাবে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকেই অল্পবিস্তর জখম হন। যদিও শেষ পর্যন্ত যাত্রীদের কোন তেমন ক্ষতি হয়নি। দমকল আসার আগেই গোটা বাসটি ভস্মিভূত হয়। কি কারণে আগুন লেগেছে, সে ব্যাপারে অবশ্য কিছুই জানা যায়নি।