কলকাতা ব্যুরো: জলমগ্ন ঘাটাল দেখলো এক হৃদয়বিদারক দৃশ্য। ডিঙিতে চাপিয়ে ৬ বছরের ছেলের মৃতদেহ হাসপাতালে নিয়ে এলেন বাবা। ক্রমাগত বৃষ্টি এবং বিভিন্ন বাঁধ ভেঙে জলে ডুবে গিয়েছে ঘাটাল। আর সেই জমা জলে পড়েই প্রাণ হারাল এক শিশু। ঘাটাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড গম্ভীরনগর এলাকার ঘটনা। জানা গিয়েছে, স্নান করতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন শিশুটির বাবা।

গম্ভীরনগর এলাকার বাসিন্দা শ্রীহরি চানকের ৬ বছরের ছেলে সৌম্যদীপ চানক। বন্যার জল ঢুকে বাড়ি নিচের অংশ জলমগ্ন। তাই বাড়ির সকলেই উপরের ঘরে আশ্রয় নিয়েছিলেন। তার মধ্যে শুক্রবার বাবার সঙ্গে নলকূপে স্নান করতে গিয়েছিল সৌম্যদীপ। বিপদ সেখানেই অপেক্ষা করছিল। স্নান করতে গিয়ে অসাবধানবশত জলে ভেসে যায় সৌম্যদীপ। হন্যে হয়ে ছেলেকে খুঁজতে থাকেন বাড়ির লোকজন। এরপর সৌম্যদীপের নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

এই নিয়ে চতুর্থবার বন্যায় ডুবলো ঘাটাল। তবে শুধু ঘাটালই নয়, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। কয়েকটি বাঁধও ভেঙে পড়েছে৷ বিভিন্ন জায়গায় বাঁধের উপর দিয়ে জল বইছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে তোপ দেগেছেন। না জানিয়ে রাতের অন্ধকারে ডিভিসির হাজার হাজার কিউসেক জল ছাড়া ঠিক হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। যার ফলে জলমগ্ন হয়ে পড়ছে বিভিন্ন জেলা।

Share.
Leave A Reply

Exit mobile version