এক নজরে

Partha Chatterjee : SSKM-এ চিকিৎসাধীন পার্থ চট্টোপাধ্যায়, অসন্তুষ্ট ইডি!

By admin

July 24, 2022

কলকাতা ব্যুরো: বর্তমানে এসএসকেএম-এ রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে ইডি একেবারেই সন্তুষ্ট নয়। সেই কারণে শনিবার রাত্রিবেলা হাইকোর্টে আবেদন করে ইডি। বিশেষ আদালতে শুনানি চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এরপর শনিবার জেরার সময় অসুস্থ হয়ে পড়েন রাজ্যের শিল্প মন্ত্রী ?(Partha Chatterjee)। চলে যান এসএসকেএম-এ। আর সেখানেই সন্দেহ প্রকাশ করেছেন ইডি অফিসাররা।

এরপর শনিবার রাত্রিবেলায় তাঁরা আবেদন করেছিলেন যাতে সেশন বেঞ্চ বসানো হয়। সেই মোতাবেক মামলা দায়ের হয়ে গিয়েছে। রবিবার প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করে দেবেন। সেই বিশেষ বেঞ্চেই এই শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে একাধিকবার তাবড়-তাবড় নেতাদের জেরা চলাকালীন এসএসকেএম-এ ভর্তি হতে দেখেছেন রাজ্যবাসী। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কামারহাটির বিধায়ক মদন মিত্র প্রত্যেকেই জেরা চলাকালীন ভর্তি হয়েছেন এসএসকেএম-এর উডবার্নে।

ফলত, ওয়াকিবহাল মহলের প্রশ্ন তাহলে কি প্রশ্ন এড়াতেই নেতারা ভর্তি হন উডবার্নে? বস্তুত, শনিবার সকালে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে গ্রেফতারির আগে অসুস্থতা বোধ করতে থাকায় এসএসকেএম থেকে চিকিৎসকদের বিশেষ দল এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। তারপর পার্থকে নিজেদের হেফাজতে নেন ইডির আধিকারিক।

তবে ব্যাঙ্কশাল কোর্টে তোলার আগে পুনরায় তাঁর মেডিক্যাল চেকআপ করা হয়। এদিকে শনিবারও জেলা চলাকালীন সময় পার্থর রুটিন চেকআপ করে গিয়েছিলেন চিকিৎসকরা। এদিকে শনিবার ব্যাঙ্কশাল কোর্টের বিচারক পার্থকে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।